এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ৫৯ জন কর্মীকে ফায়ার সার্ভিস মেডেল দিয়ে সম্মান জানানো হচ্ছে। এরমধ্যে সাহসীকতার জন্য রাষ্ট্রপতির ফায়ার সার্ভিস মেডেল পাবেন একজন, সাহসীকতার জন্য এই মেডেল পাবেন আরও তিনজন কর্মী। এছাড়া বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির ফায়ার সার্ভিস মেডেল দেওয়া হবে ৫ জনকে। এবং অন্য ৫০ জনকে অসাধারণ কাজের স্বীকৃতিতে এই মেডেল দেওয়া হবে। এবছর ৫৫ জন হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের কর্মীকেও তাঁদের কাজের স্বীকৃতিতেও মেডেল দেওয়া হচ্ছে। এরমধ্যে রাষ্ট্রপতির মেডেল পাবেন ৫ জন এবং বাকি ৫০ জন তাঁদের কাজের স্বীকৃতিতে মেডেল পাবেন।
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/List-1%20-%20FIRE%20Service%20Medals.pdf
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/List-2%20-%20Home%20Guards%20&%20Civil%20Defence%20Service%20Medals.pdf
এই লিঙ্কগুলিতে ক্লিক করে ফায়ার সার্ভিস, হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের মেডেল প্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে।
CG/PB/NS