independenceday-2016

Press Information Bureau

Government of India

Ministry of Culture

সংস্কৃতি মন্ত্রকের সংকল্প-পর্ব নৃত্য,সঙ্গীত, চিত্রকলার মধ্য দিয়ে নব ভারত আন্দোলনকে প্রদর্শিত করেছে

Posted On :16, August 2017 19:48 IST

নয়া দিল্লির জনপথের আই.জি.এন.সি.এ.-তে বুধবার এক বিশাল সাংস্কৃতিক কর্মসূচিরউপস্থাপনা করা হয়েছে, যার নাম “সংকল্প পর্ব—সংকল্প সে সিদ্ধি”| পণ্ডিত মধুপমুদগলের উপস্থাপিত গান্ধীর তর্জমা ও নির্গুণ ভজনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনাহয়| এর যুগলবন্দী হিসেবে ছিল ‘ভারত ছাড়ো’ আন্দোলন নিয়ে শ্রী মানব গুপ্তা’রপ্রদর্শিত দৃশ্যচিত্র দিয়ে ক্যানভাস রাঙানো| সংস্কৃতি মন্ত্রকের আঞ্চলিকসাংস্কৃতিক কেন্দ্র স্বাধীনতার উচ্ছলতা নিয়ে লোকনৃত্য ও ধ্রুপদী নৃত্যের উপস্থাপনকরে| অনুষ্ঠানের শেষে ছিল সংকল্পের অঙ্গীকার নিয়ে সুফি সংগীতকার ইন্দিরা নায়েকেরশিল্পানুগ উপস্থাপনা|

এই সংকল্প পর্ব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকেরস্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর মহেশ শর্মা| তিনি তাঁর ভাষণে যুব অংশেরমানুষদের এবং সংশ্লিষ্ট অন্যান্যদের এগিয়ে এসে ২০২২ সালের মধ্যে নব-ভারত গঠনেরকাজে শামিল হওয়ার আহ্বান জানান| এই নব-ভারত আন্দোলনের (২০১৭-২০২২) স্বপ্ন ওপরিকল্পনা হবে দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, জাতিভেদ এবংঅস্বচ্ছতা মুক্ত এক ভারতের| সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, জাতিভেদ, দুর্নীতি ওবৈষম্য থেকে মুক্ত এবং স্বচ্ছ ও স্বাস্থ্যোজ্জ্বল এক নতুন ভারত নির্মাণেপ্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে সহযোগিতা করার জন্য তিনি প্রত্যেকের কাছে আহ্বান জানান|

অংশগ্রহণকারীরা শপথ গ্রহণ করেন, “আসুন সবাই মিলে ২০২২ সালের মধ্যে এক নতুনভারত নির্মাণের শপথ গ্রহণ করি, যে ভারত হবে দারিদ্র্যমুক্ত ভারত, দুর্নীতিমুক্তভারত, সন্ত্রাসবাদমুক্ত ভারত, সাম্প্রদায়িকতামুক্ত ভারত এবং জাতিভেদমুক্ত ভারত”|

মন্ত্রক ১২ আগস্ট (২০১৭) কোয়েম্বাটুরের অনাপ্পালায়মের শ্রী রামলিঙ্গসৌদাম্বিগাই কলেজ অফ সায়েন্স এন্ড কমার্স প্রতিষ্ঠানে প্রথম সংকল্প পর্বের আয়োজনকরেছিল| এছাড়াও মন্ত্রক দিল্লি এবং দেশের আরও নানা জায়গায় ‘সংকল্প সে সিদ্ধি’উদযাপনের আয়োজন করেছে| যার মধ্যে রয়েছে: আহমেদাবাদ ও ভুজ, ব্যাঙ্গালুরু ও মাইসোর,বারানসী ও এলাহাবাদ, শিলং ও আইজল, আগরতলা ও কোহিমা, ধরমশালা ও সিমলা, কলকাতা ওশান্তিনিকেতন, পুদুচেরি ও চেন্নাই|

SK/A.D