Ministry of Defence
স্বাধীনতার পর থেকে বীরত্বব্যঞ্জক পুরস্কার প্রাপকদেরজন্য ওয়েবসাইটের সূচনা করা হল
Posted On :15, August 2017 07:32 IST
স্বাধীনতার পর থেকে যারা বীরত্বব্যঞ্জকপুরস্কার অর্জন করেছেন তাদের প্রতি নিবেদিত একটি অনলাইন পোর্টালের মঙ্গলবার সূচনা করাহয়েছে। পোর্টালটির ঠিকানাসূচক নাম হল : http://gallantryawards.gov.in .
এই ওয়েবসাইটি চক্র পর্যায়ের পুরস্কারসমূহের, অর্থাৎ, পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র,অশোক চক্র, কীর্তি চক্র এবং সূর্য চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছে। এই পোর্টালে যেসব তথ্য রয়েছে তার মধ্যে আছে এ যাবৎকাল পর্যন্ত পুরস্কৃতদের নাম, ইউনিট, বৎসর, শংসাসমূহ এবং আলোকচিত্র। প্রতিরক্ষা মন্ত্রকএর আরও উন্নয়নের জন্য যেকোনো রকম ফিডব্যাক অথবা পরামর্শকে স্বাগত জানাবে।
******
SK/SRC/JC