independenceday-2016

Press Information Bureau

Government of India

Special Service and Features

ডিজিটাল ক্ষমতায়ন : পরিবর্তিত ভারতের অধিকার

Posted On :13, August 2017 12:07 IST


* পীযূষ গোয়েল  
  

প্রত্যেক সরকারই মানুষের সেবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে এবং দেশকেবসবাসের উপযুক্ত করে তোলার প্রতিশ্রুতি দিয়ে থাকে। যখন এই প্রতিশ্রুতি দুর্নীতিএবং অদক্ষতার কারণে ভঙ্গ হয়,তখন নেতৃত্বের ওপর মানুষের বিশ্বাস নড়ে যায় এবং তাঁরাউত্তর দাবি করেন। পরবর্তী নির্বাচনে সাধারণ মানুষ সরকারকে তাঁদের উত্তর দেয় এবংপরবর্তী সরকারের ওপর প্রত্যাশার বোঝা হস্তান্তরিত হয়। এরকম এক ক্রোধ এবংপ্রত্যাশার পরিবেশে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে। ২০১৪-র নির্বাচনের আগে ভারতদুর্নীতির বিরুদ্ধে মানুষের গণ-আন্দোলন দেখেছে। সৎ সরকারের জন্য এই আন্দোলনেরতরঙ্গ শীর্ষেই ভারতের মানুষ শ্রী নরেন্দ্র মোদীকে তাঁদের প্রধানমন্ত্রী হিসেবেনির্বাচিত করেন। সাধারণ মানুষ তাঁর ওপর তাঁদের আস্থা রাখেন। তাঁর কথা যাতে কাজেরূপান্তরিত হয় এবং আমাদের সরকারের কাজের রূপরেখা নির্ধারিত হয়ে যায়। কাজের এইরূপরেখাটি ছিল -অতীতের ক্লেদ পরিষ্কার করা, প্রতিশ্রুতিমতো কাজ করা এবংপ্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা।  

২০১৪ সালের মে মাসে মানুষ এমন এক পরিস্থিতি দেখতে চাননি যেখানে পর্দারআড়ালে সিদ্ধান্ত নেওয়া হত এবং কেবলমাত্র ‘তথ্য জানার অধিকার’-এর মাধ্যমেই সাধারণমানুষকে এ বিষয়টি দেখতে দেওয়া হত। তথ্য জানার অধিকার আইন নাগরিকদের সরকারিকাজকর্মের ওপর নজরদারির অধিকার দেয়নি এবং অধিকার না হয়ে এটি এক সুবিধায় পরিণত হয়।এই সুবিধা অধিকাংশ নাগরিকের নাগালের বাইরে, যাঁরা পদ্ধতিগত কাজকর্ম সম্বন্ধে অবহিতনন, তাঁদের কাছে আইনের সুবিধা নাগালের বাইরে থেকে যায়। যেটা প্রয়োজন ছিল, তাকর্মপরবর্তী কোন সুবিধা নয়, বরং ২৪ ঘন্টা ধরে স্বচ্ছতার অধিকার। প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে শক্তি, কয়লা, নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ওখনি মন্ত্রকডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের অ্যাপকে কাজে লাগিয়েসিদ্ধান্ত গ্রহণ,কাজের অগ্রগতি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণের কাজ করেছে। ফলে, পরিবর্তিত ভারতেরঅধিকার প্রদানের প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি তা রূপায়ণের উদ্যোগ গতি পেয়েছে।  

অন্যান্য কাজের মধ্যে আমরা গ্রাহক-বান্ধব বিভিন্ন ধরনের অ্যাপ-এর মাধ্যমেকাজকর্মে স্বচ্ছতা এনেছি। সাধারণ মানুষের মোবাইল ফোনে আমাদের প্রধান কাজগুলিপ্রচারিত হয়েছে। আপনার জেলার কোন গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি তা জানতে চান? তারজন্য ‘ GARV ’ পোর্টালে লগ-ইন করুন। আপনার বিদ্যুৎসরবরাহকারী সংস্থা কত দাম দিয়ে বিদ্যুৎ কিনছে তা জানতে চান? ‘ MERIT ’ পোর্টালে লগ-ইন করুন। বিদ্যুৎ ঘাটতি নিয়েচিন্তিত আছেন? চিন্তা করবেন না। ‘ URJAMitra ’ আপনাকে আগামনোটিশ পাঠিয়ে এ বিষয়ে তথ্য জানাবে।  

TAMRA  এবং  TARANG  নামে দুটি অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রকল্পের রূপায়ণ বিষয়ে জানাযাবে। এর ফলে, সাধারণ মানুষ প্রকল্প রূপায়ণে ত্রুটির ক্ষেত্রে সরকারকে উত্তরদায়ীকরতে পারবে। এটা অনেকেই জানেন যে ২০১৪ সালের আগে খনি নিলামের ক্ষেত্রে প্রায়সম্পূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছিল। অথচ বিগত তিন বছরে বিভিন্ন ধরনের ২৯টি খনি নিলামকরে সরকারের ১.২২ লক্ষ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।  TAMRA  এই কাজে গতি আনবে। নির্দিষ্ট সময়ে কর্ম সম্পাদন সুনিশ্চিত করতে  TARANG  অ্যাপ আমাদের বিদ্যুৎ সঞ্চালননেটওয়ার্কের বিস্তৃতি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ২০১৪-১৭-র মধ্যে বিভিন্নধরনের প্রকল্পের মূল্য ২০১১-১৪-র মধ্যে চালু হওয়া প্রকল্পের থেকে ৮৩ শতাংশ বেশিএবং ২০১৪-১৭-র মধ্যে ভারতের বিদ্যুৎ সঞ্চারন ক্ষমতা ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধিপেয়েছে।  

২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণেবিদ্যুতের অভাবগ্রস্ত ভারতের নাগরিকদের মনে আশা জেগে ওঠে। সেই ভাষণে প্রধানমন্ত্রী১ হাজার দিনের মধ্যে ভারতের সবচেয়ে প্রত্যন্ত গ্রামেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ারলক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেন। এই বিশাল কাজের ঘোষণায় জনস্বার্থকেই প্রাধান্যদেওয়া হয়েছিল।  GARV বিদ্যুতায়নের ক্ষেত্রে গ্রাম-ভিত্তিককাজের অগ্রগতির রিপোর্টের জন্য একটি মঞ্চের প্রয়োজনীয়তা মিটিয়েছে। এরপর,  GARV-II  বিভিন্ন পরিবার-ভিত্তিক বিদ্যুতায়নেরতথ্য প্রচারের কাজটি সুচারুরূপে সম্পন্ন করেছে। এই স্বচ্ছতা আমাদের সাধারণ মানুষেরচাপের ফলে ‘গতি, দক্ষতা এবং মাত্রা’-র মন্ত্রে উদ্বুদ্ধ করেছে। সাধারণ মানুষ এবংগণমাধ্যমের কাছ থেকে আমরা যেসব তথ্য পাই, আমাদের কাছে তা অত্যন্ত মূল্যবান বলেবিবেচিত হয়।  GARV -এর মাধ্যমে সরকারের অনেক অর্থের সাশ্রয়হয়েছে কারণ, মনুষ্য বসতিহীন গ্রামের কথা সাংবাদিকরা এর মাধ্যমে তুলে ধরেছেন। তথ্যকেআরও অর্থবহ করে তুলে  GARV  শুধুমাত্র গ্রাম ও পরিবারের তালিকারবাইরেও এক একটি গ্রামের বিদ্যুতায়নের প্রভাব সম্পর্কে সমীক্ষা রিপোর্টও তুলেধরেছে। সাধারণ মানুষ তৃণমূলস্তরে বিদ্যুতায়নের প্রভাব বিভিন্ন দোকান, আটা চাকি এবংযন্ত্রপাতির সংখ্যা থেকে বুঝতে পেরেছে। কারণ, বিদ্যুতায়নের পর এই সংখ্যা বৃদ্ধিপেয়েছে।   

রাজ্য বিদ্যুৎ পর্ষদগুলি কর্তৃক বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে আগে বহুদুর্নীতি ছিল।  MERIT  অ্যাপ এবং বিদ্যুৎপ্রভা বিদ্যুৎ ক্রয়েরক্ষেত্রে পদের ক্ষমতা বিলোপ করেছে এবং ব্যয় বহুলাংশে কমিয়েছে। আগামী পাঁচ বছরে  MERIT  বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে এবং গ্রাহকদের বিদ্যুতেরবিলে মোট ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করবে বলে আশা করা যায়। UDAY  এবং  URJA  রাজ্য/শহর/রাজ্যবিদ্যুৎ পর্ষদগুলির কাজের ভিত্তিতে র‍্যাঙ্ক চালু করার উদ্যোগ নিয়েছে।   

UJALA  অ্যাপ সারা দেশে দ্রুতগতিতে এলইডি বাল্বপ্রচলনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই অ্যাপটি চালুর পিছনে একটিকাহিনী রয়েছে। কয়লা খাদান নিলাম বিষয়ে একটি পর্যালোচনা বৈঠকের শেষে এবং সুপ্রিমকোর্ট ২০৪টি কয়লা খাদান বন্টনের সিদ্ধান্ত বাতিল করে দেওয়ার পর প্রধানমন্ত্রীজিজ্ঞাসা করেছিলেন এতদিন পর্যন্ত কত এলইডি বাল্ব বন্টন করা হয়েছে? আমার কাছেতাৎক্ষণিক তথ্য ছিল না এবং আমি বলেছিলাম আমি জেনে আপনাকে জানিয়ে দেব।প্রধানমন্ত্রী তখন আমায় বলেছিলেন সমস্ত কাজ নিয়মিত নজরদারি ও দায়িত্ব অর্পণেরগুরুত্বের কথা। আমি আমার দপ্তরের দলকে খুব দ্রুত এমন একটি পোর্টাল তৈরি করার কথাবলেছিলাম যেখান থেকে যে কোন সময়ে, যে কেউ বন্টিত এলইডি বাল্বের সংখ্যা জানতেপারবেন। এখান থেকে শুধু যে বাল্বের সংখ্যা জানা যাবে তাই নয়, কত পরিমাণ কার্বননির্গমন কমানো গেছে, কতটা বিদ্যুৎ সাশ্রয় হয়েছে, গ্রাহকের বিলে কতটা হ্রাস হয়েছেতাও জানা যাবে। এই অ্যাপটি সারা দেশ জুড়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং এলইডি বাল্ববিতরণের কাজকে নজিরবিহীনভাবে সফল করে তুলেছে।   

মাটির নিচে খনিতে কি কাজ হচ্ছে, তাতে আলো ফেলেছে  Mining Surveillance System (MSS)  অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বেআইনি খননবিষয়ে অভিযোগ জানানো যায়, অন্যদিকে Coal Mitra  অ্যাপের মাধ্যমেসবচেয়ে সুদক্ষ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে চিহ্নিত করা যায়। এছাড়া,  ARUN  অ্যাপের মাধ্যমে ছাদে সৌর প্যানেল বসানোরনির্দেশিকা, সরকার এ ক্ষেত্রে কি সহায়তা দেয়, এর দাম কত এবং এগুলি লাগানোর পদ্ধতিজানা যায়। এর ফলে, ভারতে ছাদে সৌর বিদ্যুতের ক্ষেত্রে এক বিপ্লব এসেছে।  

কতরকমের অ্যাপ আর কত ধরনের ডাউনলোড! আচ্ছা, এই অ্যাপগুলি কিভাবে আবিষ্কৃতহয়? কি করে আমরা সাধারণ মানুষকে জানাব, যে এই ধরনের অ্যাপ রয়েছে?  1800-200-300-4  নম্বরে শুধু একটি মিস্‌ড কল দিন। এইঅভিন্ন টেলিফোন সংখ্যাটির মাধ্যমে একটি লিঙ্ক পাওয়া যাবে, যা ব্যবহার করে আপনারপ্রয়োজনের অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।  

স্বচ্ছতার উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের নজরদারিকে উৎসাহিত করে এবংপ্রকাশ্যে তাৎক্ষণিক সরকারি তথ্য সরবরাহ করে শক্তি, কয়লা, নতুন এবংপুনর্নবীকরণযোগ্য শক্তি ও খনি মন্ত্রক সরকারি প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থাফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। ‘তমসো মা জ্যোতির্গময়ঃ’ (আমাদের অন্ধকার থেকে আলোরদিকে নিয়ে চলো) – এই সুন্দর শ্লোকটিতেই আমাদের মন্ত্রকের নীতি-নির্দেশিকা লুকিয়েআছে। এইসব অ্যাপগুলির মাধ্যমে আমরা গোপনীয়তা এবং দুর্নীতির অন্ধকার দূর করে সততাএবং সনিষ্ঠ পরিষেবার আলোর দিকে ১২৫ কোটি ভারতীয়কে নিয়ে যেতে পারব বলে আশা রাখি।  

*লেখক  : ভারত সরকারের শক্তি, কয়লা, নতুন এবংপুনর্নবীকরণযোগ্য শক্তি ও খনি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)  

  

PG/PB/DM