Ministry of Communications
বি এস এন এল –এর স্বাধীনতা দিবস অফার – সত্যিই এক ভারত - ভয়েস এবং এসএমএস-এর সুবিধা রোমিং-এও পাওয়া যাবে
Posted On :14, August 2017 11:37 IST
জুন ১৫, ২০১৫ তারিখ থেকে বি এস এন এল দেশের প্রথম টেলি যোগাযোগ সংস্থা হিসেবে গ্রাহকদের বিনামূল্যে রোমিং-এর সুবিধা দিতে শুরু করেছে। এবার বি এস এন এল-এর কর্তৃপক্ষ স্থির করেছে যে ৭১ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল থেকে বিএসএনএল-এর পরিষেবা থাকা স্থানগুলিতে ভয়েস কল ও এস এম এস-এর বিশেষ মাশুলের সুবিধা দেশের মধ্যে রোমিং-এর ক্ষেত্রেও প্রযোজ্য করা হবে।প্রায়শই কাজের সুবাদে যাঁরা ঘুরে বেড়ান , যেমন জওয়ান বা সাংবাদিকদের জন্য এই সুযোগটি খুবই কাজে লাগবে। আজ পর্যন্ত বিশেষ মাশুলের ভাউচারগুলি কেবল বস বা সের রাজ্য বা লাইসেন্স পরিষেবা এলাকার মধ্যে পাওয়া যেত । কিন্তু আগামীকাল, অর্থাৎ ১৫ আগস্ট থেকে বিশেষ মাশুলের ভাউচার রো মিং থাকাকালীনও প্রযোজ্য হবে। উদাহরণস্বরূপ, ৩৪৯ টাকার বিশেষ মাশুল ভাউচারের মাধ্যমে যে কোন নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কল করার সুবিধা বস বা সের রাজ্য বা লাইসেন্স এলাকার বাইরে গেলেও পাওয়া যাবে।বিএসএনএল পর্ষদের অধিকর্তা শ্রী আর কে মিত্তল জানান, “প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা, ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পটির মাধ্যমে আরো বেশী উপকৃত হবেন”।
****
PG/SC